News:

বাংলাদেশ স্বাধীন হবার পর নরসিংদী জেলার যে কয়েকটি কলেজ স্থাপিত হয়েছে তন্মধ্যে হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রী কলেজ অন্যতম। 1972 সাল থেকে এ কলেজের যাত্রা শুরু।  জন্মলগ্ন থেকেই কলেজ সমুন্নত রেখেছে অত্র এলাকার মানুষের কলেজ স্থাপনের মহান উদ্দেশ্যকে। কলেজের শিক্ষক মন্ডলীর নিপুণ হাতের অসামান্য ছোঁয়ায় শিক্ষাক্ষেত্রে এ কলেজের ভূমিকা প্রশংসনীয় । মনোহরদী উপজেলায় অবস্থিত এ কলেজটি শাশ্বত বাংলার প্রাণ স্পন্দন ও গ্রাম বাংলার উন্মুক্ত প্রকৃতি, হৃদয় খোলা ঔদার্যের সংস্পর্শে চির সজীব, চির সবুজ। বর্তমান বিশ্বায়ন প্রক্রিয়ায় জাতীয় সমৃদ্ধি ও অগ্রগতি সাধন করতে হলে দক্ষ ও সুযোগ্য জনগোষ্ঠী সৃষ্টি করতে হবে। দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির ক্ষেত্রে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নাই। প্রতিভায় দীপ্ত আলোকোজ্জ্বল মানবগোষ্ঠী সৃষ্টির লক্ষ্যে “জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রী কলেজ পরিবার এগিয়ে চলছে। 

কৈশোরের চঞ্চল দিনগুলো পেরিয়ে যৌবনের প্রারম্ভে শিক্ষার্থীরা মহাবিদ্যালয় প্রবেশ করে। জীবনে এই বাঁকে শিক্ষার্থীরা ভবিষ্যৎ ব্যক্তিত্বের বীজ রোপন করে যা পরে বাস্তব জীবনে চারিত্রিক বৈশিষ্ট্য রূপে প্রতিভাত হয়। চরিত্রের যথার্থ উৎকর্ষ সাধনের জন্য ও বলিষ্ঠ জাতি গঠনের লক্ষ্যে হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রী কলেজ নিয়মিত পাঠ দানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে। এই সৃষ্টিশীল প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নান্দনিক চেতনার বিকাশ ঘটে। শিক্ষার উত্তরোত্তর সমৃদ্ধি ও গুণগত ধারাকে অব্যাহত রাখার জন্য গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ সর্বদা তৎপর। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক মন্ডলী, কর্মচারীবৃন্দ ও সম্মানিত অভিভাবকগণও যথেষ্ট যত্নবান। পরিশেষে মহান স্রষ্টার নিকট প্রার্থনা, তিনি যেন আমাদের এ উদ্যম, সত্য, ন্যায় ও সুন্দরের সাধনাকে শতধারায় বিকশিত করেন ।