News:

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্তর্গত হাতিরদিয়া গ্রামের জমিদার এবং শিল্পপতি মরহুম সরফত আলী ভূঞার পুত্র মরহুম রাজিউদ্দিন ভূঞা। তিনি উপমহাদেরশের প্রথম মুসলিম মহিলা ডাক্তার অধ্যাপক ডাঃ জোহরা বেগম কাজীর স্বামী। তিনি ছিলেন সমাজ সেবক এবং জনদরদী রাজনীতিবিদ। 1962 সালে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের মেম্বার নির্বাচিত হন। মহিয়সী রমনী ডাঃ জোহরা বেগম কাজীর স্বপ্ন পূরণের লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি কলেজ প্রতিষ্ঠায় ব্রতী হন। কিন্তু উদ্দেশ্য সফল হওয়ার আগেই 1963 খ্রি: তিনি পরলোক গমন করেন। তিনি ছিলেন নিঃসন্তান। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তাঁরই ভ্রাতুস্পুত্ররা এগিয়ে আসেন। তৎকালীন গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় 1972 সালে স্থাপিত হয় কলেজটি। তাঁরই নামানুসারে কলেজের নামকরণ করা হয় হাতিরদিয়া রাজিউদ্দিন ‍কলেজ।